নরসিংদী সরকারী কলেজ


১৯৪৯ সালে নরসিংদী তখনও নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত। ঠিক সেই বছরেই কিছু শিক্ষানুরাগী মানুষ স্বপ্ন দেখলেন—নিজেদের এলাকায় একটি কলেজ গড়ে তুলবেন। ২২ এপ্রিল স্থানীয় এক সিনেমা হলে তাদের আলোচনার মধ্যেই জন্ম নেয় সেই স্বপ্ন।
প্রথমে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং বাজারের পণ্য থেকে সামান্য অর্থ সংগ্রহ শুরু হয়। এমনকি চ্যারিটি শো আয়োজনের মতো সৃজনশীল উদ্যোগও নেওয়া হয় তহবিল জোগাড়ের জন্য। এভাবেই ধাপে ধাপে কলেজ প্রতিষ্ঠার পথ তৈরি হতে থাকে।
সবচেয়ে বড় অবদান রাখেন ব্রাহ্মন্দীর জমিদার বাবু জিতেন্দ্র কিশোর মৌলিক, যিনি কলেজের জন্য দান করেন ১০ বিঘা জমি। তার উদারতায় ১৯৪৯-৫০ শিক্ষাবর্ষ থেকেই সাটিরপাড়া গার্লস হাই স্কুলের একটি পরিত্যক্ত ভবনে ক্লাস শুরু হয়। অবশেষে ১৯৫৫ সালে কলেজটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়।
নরসিংদী সরকারী কলেজের এই যাত্রা প্রমাণ করে—দৃঢ় সংকল্প, সম্মিলিত প্রচেষ্টা আর শিক্ষার প্রতি ভালোবাসা কীভাবে একটি প্রতিষ্ঠানকে জন্ম দিতে পারে।